বিনামূল্যে অক্সিজেন সেবা দেবে চট্টগ্রাম নগর পুলিশ
করোনাভাইরাসে আক্রান্তদের বিনামূল্যে অক্সিজেন সেবা প্রদানের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। এ উপলক্ষে প্রতি থানায় গড়ে তোলা হচ্ছে অক্সিজেন ব্যাংক।
বুধবার (২১ এপ্রিল) বিকেল ৪টার দিকে বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন সিএমপির অতিরিক্ত কমিশনার (জনসংযোগ) শাহ আবদুর রউফ।
তিনি বলেন, চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর হার বাড়ছে। করোনা আক্রান্ত ব্যক্তিদের সবচেয়ে বেশি প্রয়োজন অক্সিজেন। বিষয়টি বিবেচনা করে নগর পুলিশের উদ্যোগে প্রতি থানায় অক্সিজেন ব্যাংক গড়ে তোলা হচ্ছে। এ উপলক্ষে প্রতিটি থানায় ইতোমধ্যে অক্সিজেন সিলিন্ডার পৌঁছানো হয়েছে।
আবদুর রউফ আরও বলেন, করোনা আক্রান্ত যেকোনো ব্যক্তি জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট থানা থেকে বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার নিতে পারবে কিংবা রিফিল করতে পারবেন।
মিজানুর রহমান/এমএসএইচ/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ ভোলার ওসিকে গুলশানে বসালে কাজ করা কঠিন: ডিএমপি কমিশনার
- ২ অপারেশন ডেভিল হান্ট: গত ২৪ ঘণ্টায় ৫ থানা এলাকায় গ্রেফতার ৯৮
- ৩ রাজনৈতিক দলগুলোর অঙ্গসংগঠন বিশ্ববিদ্যালয়গুলোকে রণক্ষেত্র বানিয়েছে
- ৪ এবার আফতাবনগরে চলবে বুয়েটে তৈরি পরিবেশবান্ধব ই-রিকশা
- ৫ ফয়সালের ভিডিওবার্তা পরীক্ষা-নিরীক্ষা চলছে: ডিএমপি কমিশনার