চমেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ৩ দিন স্থগিত
ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে অনির্দিষ্টকালের কর্মবিরতি তিনদিনের জন্য স্থগিত করেছেন ইন্টার্ন চিকিৎসকরা।
রোববার (২ মে) সকালে চমেক হাসপাতাল পরিচালকের সভাকক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করে চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কবির বলেন, ‘ইন্টার্ন চিকিৎসকরা তিনদিনের মধ্যে বহিরাগতদের গ্রেফতারের দাবি জানিয়েছেন। আমরা সমাধানের আশ্বাস দিয়েছি। তারা আগামীকাল থেকে কাজে যোগ দেবেন। ইতোমধ্যে বিষয়টি নিয়ে মামলা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুতই অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসবে।’
বৈঠকে চমেক অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আখতার, পুলিশের কয়েকজন কর্মকর্তা, চমেক হাসপাতালের বিভিন্ন বিভাগের প্রধানরা উপস্থিত ছিলেন।
চমেকে গত মঙ্গলবার (২৭ এপ্রিল) রাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। তারা চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী বলে জানা গেছে।
সংঘর্ষের জের ধরে পর দিন বুধবার থেকে আ জ ম নাছির উদ্দিনের অনুসারী হিসেবে পরিচিত একদল ইন্টার্ন চিকিৎসক হাসপাতালে ধর্মঘট শুরু করেন। ধর্মঘটের প্রথম দিন চমেক হাসপাতাল পরিচালকের সভাকক্ষে একটি সমঝোতা বৈঠক হয়। এতে বিবাদমান দুই গ্রুপ অংশ নেন। বৈঠকে কোনো সমাধান না হওয়ায় বৃহস্পতিবার (২৯ এপ্রিল) উভয়পক্ষ পাঁচলাইশ থানায় পাল্টাপাল্টি মামলা করে।
মিজানুর রহমান/এমএসএইচ/জিকেএস
সর্বশেষ - জাতীয়
- ১ এ কে খন্দকারের জানাজা রোববার, অংশ নেবেন প্রধান উপদেষ্টা
- ২ ময়মনসিংহে হিন্দু যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ১০
- ৩ ওসমান হাদির জানাজা-দাফন শৃঙ্খলভাবে সম্পন্ন হওয়ায় ডিএমপির কৃতজ্ঞতা
- ৪ এ কে খন্দকারের মৃত্যুতে মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টার শোক
- ৫ অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: সারাদেশে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১৬৫৮