ঢাকায় ট্রাকে করে গাঁজা সরবরাহ করত তারা
রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ৫৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় গাঁজা পরিবহনে একটি ট্রাক জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মো. আব্দুল হালিম (৪১) মো. শরিফ আহমেদ (৪০)।
শুক্রবার (৭ মে) রাতে র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবীর সোয়েব জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর যাত্রাবাড়ী থানার দনিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৫৬ কেজি গাঁজাসহ মো. আব্দুল হালিম ও মো. শরিফ আহমেদকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক, দুইটি মোবাইল ফোন ও নগদ- ৯ হাজার নয়শ টাকা জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাবকে জানায়, তারা পেশাদার মাদক ব্যবসায়ী। বেশ কিছুদিন ধরে যাত্রাবাড়ীসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল।
তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
টিটি/এএএইচ