ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

৯৯৯-এ ফোনে ২০ মাস বয়সী শিশুর যৌন নির্যাতনকারী আটক

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৫:২৫ পিএম, ২৩ মে ২০২১

‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে এক কলারের ফোন পেয়ে ২০ মাস বয়সী শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক যুবককে আটক করেছে কক্সবাজার সদর থানার পুলিশ। আটক যুবকের নাম তারেক (২২)।

রোববার (২৩ মে) ৯৯৯-এর পরিদর্শক আনোয়ার সাত্তার জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘রোববার দুপুর সাড়ে বারোটায় কক্সবাজার সদর থানাধীন এক নম্বর ওয়ার্ড লাহোর পাড়া থেকে একজন কলার ৯৯৯ নম্বরে ফোন করে জানান, তার ২০ মাস বয়সী ভাগ্নিকে গতকাল রাতে প্রতিবেশী এক তরুণ যৌন নির্যাতন করেছিল। নির্যাতনের কারণে অসুস্থ হয়ে পড়ায় তার ভাগ্নিকে গতকাল রাতেই কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। আজ রোববার সকালে প্রতিবেশীদের সহযোগিতায় নির্যাতনকারী তরুণকে তারা আটক করেছেন।’

পরিদর্শক আনোয়ার বলেন, ‘৯৯৯ তাৎক্ষণিকভাবে কলারের সঙ্গে কক্সবাজার সদর থানার ডিউটি অফিসারের কথা বলিয়ে দেয়। সংবাদ পেয়ে কক্সবাজার সদর থানার একটি দল দ্রুত ঘটনাস্থলে যায়।’

তিনি আরও বলেন, ‘পরে কক্সবাজার সদর থানার উপ-পরিদর্শক (এসআই) বিভাস কুমার ৯৯৯-কে জানান, তিনি ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত যুবক তারেককে আটক করে থানায় নিয়ে এসেছেন। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

টিটি/এমআরআর/এমএস