করোনামুক্ত মাহবুব তালুকদার
ফাইল ছবি
নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার করোনামুক্ত হয়েছেন। রোববার (১৮ জুলাই) তৃতীয় দফা পরীক্ষায় তার করোনা নেগেটিভ আসে।
মাহবুব তালুকদারের ব্যক্তিগত কর্মকর্তা মুহাম্মদ এনাম উদ্দীন আজ বিকেলে এ তথ্য জানান।
তিনি বলেন, ‘আজ তৃতীয়বারের মতো স্যারের করোনা টেস্ট করা হয়েছে। এবার নেগেটিভ এসেছে। শারীরিকভাবে তিনি সুস্থ আছেন।’
এর আগে ১৯ জুন রাতে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন মাহবুব তালকুদার। সেই রাতে তাকে আইসিইউতে নেয়া হয়েছিল। শরীর কিছুটা সুস্থ হলে পরদিন ২০ জুন তাকে কেবিনে নেয়া হয়।
শরীরে জ্বর থাকায় গত ২০ জুন করোনা পরীক্ষা করা হলে মাহবুব তালুকদারের করোনা পজিটিভ আসে। পরবর্তীতে গত ৩ জুলাই দ্বিতীয় দফায় করোনা পরীক্ষা করা হলে তখনো পজিটিভ ফল আসে। আজ তিনি করোনামুক্ত হলেন।
এইচএস/এমআরআর/এএসএম
সর্বশেষ - জাতীয়
- ১ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি পালিয়ে ছিলেন তুরাগে, অবশেষে গ্রেফতার
- ২ বিয়ের আসরে নবদম্পতির প্রতিবাদী বার্তা ‘জাস্টিস ফর হাদি’
- ৩ গুলিস্তানে খদ্দর বাজার কমপ্লেক্সের ছাদে ছিল জায়নামাজ-টুপির গুদাম
- ৪ ইটভাটায় কনভেয়ার বেল্ট মেশিনে পড়ে প্রাণ গেলো শ্রমিকের
- ৫ গুলিস্তানে খদ্দর বাজার শপিং কমপ্লেক্সের আগুন নিয়ন্ত্রণে