বর্ণাঢ্য র্যালি ও সমাবেশে মানবাধিকার দিবস পালন
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি ও সমাবেশের করেছে ‘হিউম্যান রাইটস সাপোর্ট সেন্টার’। বৃহস্পতিবার সকাল ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ‘হিউম্যান রাইটস সাপোর্ট সেন্টারের’ চেয়ারম্যান, আইনজীবী আবু তাহের মোহাম্মদ আব্দুল গফুরের সভাপতিত্বে এ র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপকড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে জাতীয় প্রেসক্লাবে সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন, ‘হিউম্যান রাইটস সাপোর্ট সেন্টারের’ চেয়ারম্যান, আইনজীবী আবু তাহের মোহাম্মদ আব্দুল গফুর, ডেপুটি এক্সিকিউটিব ডিরেক্টও আব্দুল্লাহ আল মামুন, মহিউদ্দিন, রিচার্স এবং পাবলিকেশনস অফিসার মো. ওমর ফারুক, মনিটরিং অফিসার মো. রাজিব উদ্দিন, আইনজীবী সানাউল্যাহ প্রিতম, অ্যাডভোকেট তারেক আবদুল্লাহ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন- দেশে বর্তমানে মানবাধিকার লঙ্ঘনের চরম প্রতিযোগিতা চলছে। রাষ্ট্র নিজেই আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী দিয়ে মানবাধিকার লঙ্ঘন করছে। অহরহ ঘটছে বিচারবহির্ভূত হত্যা, গুম, খুন, অপহরণ, ধর্ষণ ও পাচারের ঘটনা। ঘরে-বাইরে সাধারণ মানুষের যেন কোথাও কোনো নিরাপত্তা নেই। এমনকি বাক-স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা এবং গণতন্ত্রও হুমকির মুখে রয়েছে।
এ অবস্থায় দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বাক স্বাধীনতা-গণমাধ্যমের স্বাধীনতা এবং গণতন্ত্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে মানুষের সব অধিকার প্রতিষ্ঠা করতে হবে। মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।
এমএইচ/এসএইচএস/আরআইপি
সর্বশেষ - জাতীয়
- ১ চাটখিল ফোরাম-ঢাকার সভাপতি নুর নবী, সম্পাদক রাজন
- ২ জুলাই আন্দোলনে শহীদ ১১৪ জনের পরিচয় শনাক্তে মরদেহ উত্তোলন রোববার
- ৩ নিরাপদ খাদ্য নিশ্চিতে একসঙ্গে কাজ করবে ক্যাব ও বিএসএএফই
- ৪ জলবায়ু ঝুঁকি মোকাবিলায় নারী উদ্যোক্তাদের অতিরিক্ত অর্থায়ন প্রয়োজন
- ৫ টেকনাফে সন্ত্রাসী ‘লম্বা মিজান’র বাড়ি থেকে বিপুল অস্ত্র উদ্ধার