শ্রমিক ছাঁটাই না করার অনুরোধ শ্রম প্রতিমন্ত্রীর
করোনার এই দুর্যোগ সময়ে শ্রমিক ছাঁটাই এবং শিল্প কলকারখানায় কোনো ধরনের লে-অফ ঘোষণা না করতে মালিকদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।
বৃহস্পতিবার (২৯ জুলাই) এক বিবৃতিতে আরএমজি এবং নন-আরএমজিসহ সব ধরনেরর শিল্প ও কলকারখানা মালিক এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রতি তিনি এ অনুরোধ জানান।
বিবৃতিতে তিনি বলেন, করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। এই বিধিনিষেধের আওতায় সব ধরনের কলকারখানা বন্ধ রয়েছে। এই দুর্যোগ মুহূর্তে কোনো শ্রমিক ছাঁটাই এবং কোনো ধরনের শিল্প-কলকারখানায় লে-অফ ঘোষণা না করতে মালিকদের প্রতি বিশেষ অনুরোধ জানাচ্ছি।
করোনা মহামারি শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বের জন্য দুর্যোগ বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী। তিনি দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে সবাই মিলে একসঙ্গে এ দুর্যোগ মোকাবিলা করে দেশকে এগিয়ে নেয়ার আহ্বান জানান।
আইএইচআর/জেডএইচ/এএসএম
সর্বশেষ - জাতীয়
- ১ হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন, দেশবাসীকে শান্ত থাকার আহ্বান
- ২ যুগ্ম সচিবকে নিজের গাড়িতে জিম্মি করে ৬ লাখ টাকা দাবি চালকের
- ৩ কোরিয়ার ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হবে, আশা ড. ইউনূসের
- ৪ একদিনে ৪০ হাজার বাইক ও গাড়ি তল্লাশি, বন্দুক-গুলি উদ্ধার
- ৫ আদালতে দায়িত্ব পালন শেষে হঠাৎ অসুস্থ হয়ে কনস্টেবলের মৃত্যু