স্ত্রী ‘ডিভোর্স’ দেবেন বলায় গলায় ফাঁস দিলেন স্বামী
প্রতীকী ছবি
রাজধানীর যাত্রাবাড়ীতে স্ত্রীর সঙ্গে কলহের জেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন শরীফুল ইসলাম (৩০) নামে এক যুবক।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) বিকেলে যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকায় নিজের ঘরে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন তিনি। অচেতন অবস্থায় শরীফুলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
শরীফুল ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার মোহাম্মদ আলীর সন্তান। তিনি দুই বোন এক ভাইয়ের মধ্যে দ্বিতীয়। মতিঝিলে একটি বাসের কাউন্টারে চাকরি করা শরীফুল স্ত্রী জান্নাতুল ফেরদৌস ও তিন বছরের এক কন্যা সন্তানকে নিয়ে কুতুবখালীর ওই চারতলার বাসায় থাকতেন।
শরীফুলের স্ত্রী বলেন, গতকাল বুধবার (২৫ আগস্ট) আমার সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে তার ঝগড়া হয়। আমি তাকে রাগ করে বলেছিলাম তোমাকে ডিভোর্স দিয়ে দেবো। এই বিষয় নিয়ে মানসিকভাবে সে ভেঙে পড়ে। পরে বাসায় গ্যাস না থাকায় আমি কাছেই আমার মায়ের বাসায় রান্নার করার জন্য চলে যাই। এরপর বাসায় এসে দরজা বন্ধ দেখি। অনেক ডাকাডাকি করার পরও দরজা না খুললে তা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখি, সে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এইচএ/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ নির্বাচন পর্যবেক্ষণে প্রায় ২০০ পর্যবেক্ষক পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন
- ২ বাড্ডায় ‘লং মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচিতে পুলিশের বাধা
- ৩ লালবাগে প্লাস্টিকের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে
- ৪ ‘লাগেজ চুরি’ ঠেকাতে কর্মীদের বডি ওর্ন ক্যামেরা দিলো বিমান
- ৫ ৩১৮৫ কোটি টাকা আত্মসাৎ, এস আলম গ্রুপের বিরুদ্ধে দুদকের ২ মামলা