মুফতি ইব্রাহিমের মুক্তির দাবিতে মানববন্ধন
আলোচিত-সমালোচিত ইসলামী বক্তা মুফতি কাজী ইব্রাহিমের মুক্তির দাবিতে ‘সর্বস্তরের তৌহিদী জনতা’র ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘মুফতি কাজী ইব্রাহিমকে সোমবার রাতে সাদা পোশাকধারী কিছু লোক উঠিয়ে নিয়ে যান। তারপর থেকে আমরা তার কোনো খোঁজ পাচ্ছি না।’
বক্তারা আরও বলেন, কোনো রাজনীতির সঙ্গে তিনি (ইব্রাহিম) জড়িত নন। তাহলে কেন তাকে রাতের আঁধারে উঠিয়ে নেওয়া হলো? তিনি কোথায় আছেন আমরা জানি না। আলেমদের এভাবে উঠিয়ে নিয়ে যাওয়া কোনো ভালো লক্ষণ নয়। তিনি আইনের চোখে যদি অপরাধী হয়ে থাকেন তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেন। কিন্তু এভাবে রাতের অন্ধকারে নিয়ে যাওয়া হলো কেন?
মানববন্ধনে মুফতি কাজী ইব্রাহিমের অনুসারীরা অংশ নেন। এসময় মুফতি কাজী ইব্রাহিমকে ফিরিয়ে দেওয়ার দাবি জানান তারা।
আরএসএম/এমএএইচ/এএসএম
সর্বশেষ - জাতীয়
- ১ নিরাপত্তায় থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর ১০ হাজারের বেশি সদস্য
- ২ সাবেক প্রতিমন্ত্রী মন্নুজানের স্বামীর ‘বীর প্রতীক’ খেতাব বাতিল
- ৩ বুধবার দুপুর ২টায় সংসদের দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার জানাজা
- ৪ খালেদা জিয়া রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন: ইরান
- ৫ পল্লবীতে ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেফতার ৪