ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

রূপগঞ্জে কারখানায় ডালের বস্তায় চাপা পড়ে শ্রমিক নিহত

ঢামেক প্রতিবেদক | প্রকাশিত: ০৪:৪৮ পিএম, ০৮ নভেম্বর ২০২১

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি কারখানায় ডালের বস্তার নিচে চাপা পড়ে রুবেল (২৪) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার তারাবোয় অবস্থিত শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বেলা ১১টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত ব্যক্তির সহকর্মী আমির হোসেন বলেন, সকাল সাড়ে ৯টার দিকে ওই কারখানার গোডাউনে ডালের বস্তার স্তূপ করা হচ্ছিল। এসময় এটি ভেঙে পড়ে। অনেকে সরে আসতে পারলেও রুবেল বস্তার নিচে চাপা পড়ে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, রুবেলের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের অষ্টগ্রাম থানায়। তার বাবার নাম মো. মহরম আলী। বর্তমানে তারাবো এলাকায় থাকতেন তিনি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

বিএ/জিকেএস