ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

নটর ডেমের শিক্ষার্থীর মৃত্যুতে সড়ক অবরোধ করে সহপাঠীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৫:০৮ পিএম, ২৪ নভেম্বর ২০২১

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসান মৃত্যুর ঘটনার প্রতিবাদে রাজধানীর গুলিস্তান মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে কলেজের শিক্ষার্থীরা।

বুধবার (২৪ নভেম্বর) বিকেল ৩টায় শিক্ষার্থীরা সড়কে অবস্থা নেয়। তারা ‘নাঈম হত্যার বিচার চাই’, ‘উই ওয়ান্ট জাস্টিস’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকে। এসময় পল্টন, বায়তুল মোকাররম, মতিঝিল, গুলিস্তান এলাকায় যানজটের সৃষ্টি হয়।

নটর ডেম কলেজের অধ্যক্ষের আশ্বাসে তারা রাস্তা ছেড়ে দেয়। এসময় তারা ছয় দফা দাবি জানিয়ে তারা অবরোধ তুলে নেয়।

jagonews24

আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, রাজধানীর সড়ক এতোটাই অনিরাপদ যে, সিটি করপোরেশনের গাড়ির চাপায় শিক্ষার্থীদের প্রাণ হারাতে হচ্ছে। তারা এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানায়।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো- সব প্রাণীর প্রাণ নিশ্চিত করতে হবে, ট্রাফিক আইন জোরালো করা, সড়ক আইন মানতে হবে এবং তা বাস্তবায়ন করতে হবে, গুলিস্তান মোড়ে ফুটওভার ব্রিজ বসাতে হবে, নাঈমকে চাপা দেওয়ার ঘটনায় জড়িতদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার ও ক্ষতিপূরণ দিতে হবে, ব্যস্ততম মোড়েও ট্রাফিক ব্যবস্থা আরও পর্যাপ্ত করতে হবে।

আন্দোলনরত একজন শিক্ষার্থী জাগো নিউজকে বলেন, ‘ডিএসসিসির মেয়র আমাদের ফাদারকে (অধ্যক্ষ) ফোন করেছেন। মেয়র বলেছেন- ওই চালকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। উনার আশ্বাসে আমরা আজকের মতো আন্দোলন শেষ করেছি। যদি দ্রুত ব্যবস্থা গ্রহণ করা না হয় এবং অধ্যক্ষ অনুমতি দেন, তবে আগামীকাল আমরা আবার সড়কে অবস্থান নেবো।’

এমআইএস/এএএইচ/এএসএম