সেই জাহাজ ইউক্রেনে পাঠানোর তদন্ত চেয়ে মন্ত্রণালয়ে বিএমএমওএর চিঠি
ফাইল ছবি
যুদ্ধ পরিস্থিতিতে ইউক্রেনের বন্দরে জাহাজ পাঠানোর পর তাতে রকেট হামলা এবং ‘এমভি বাংলার সমৃদ্ধি’র থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের নিহতের ঘটনায় বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) গাফিলতি তদন্তে নৌ পরিবহন মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন (বিএমএমওএ)।
সোমবার দুপুরে পাঠানো চিঠিতে স্বাক্ষর করেছেন বিএমএমওএ’র সাধারণ সম্পাদক মেরিন ইঞ্জিনিয়ার মো. সাখাওয়াত হোসাইন।
চিঠিতে উল্লেখ করা হয়, বিএসসি জাহাজটিকে চার্টার পার্টির ওয়ার জোন নীতিমালা অনুসরণ না করে যুদ্ধ কবলিত স্থানে (ওয়ার জোন) পাঠিয়েছে। বাংলার সমৃদ্ধি রাষ্ট্রীয় সম্পদ হিসেবে নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব ছিল বিএসসির। যুদ্ধ পরিস্থিতিতে জাহাজটিকে ইউক্রেনের বন্দরে পাঠানো আত্মঘাতী সিদ্ধান্ত ছিল।
বিএসসির মালিকানাধীন জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’ ডেনিশ কোম্পানি ডেল্টা করপোরেশনের অধীনে ভাড়ায় চলছিল। মুম্বাই থেকে তুরস্ক হয়ে জাহাজটি ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া বন্দরে যায়। অলভিয়া থেকে সিমেন্ট ক্লে নিয়ে ২৪ ফেব্রুয়ারি ইতালির রেভেনা বন্দরের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। এর আগেই ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরু হলে ২৯ জন ক্রু নিয়ে অলভিয়া বন্দরে আটকাপড়ে জাহাজটি। এরপর গত বুধবার রকেট হামলায় জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান মারা যান। অন্য ২৮ জনকে উদ্ধার করে রোমানিয়ায় নেওয়া হয়েছে।
নিহত হাদিসুরের মরদেহ ইউক্রেনে রাখা হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
ইকবাল হোসেন/এমএইচআর/এএসএম
সর্বশেষ - জাতীয়
- ১ দুর্বৃত্তরা আগে থেকেই অনুসরণ করছিল হাদিকে, প্রচারণায়ও যুক্ত ছিল
- ২ এক ব্যক্তি ৩টির বেশি আসন নয়, ছাড়তে হবে মেয়র-চেয়ারম্যান পদ
- ৩ ঢাকা মেডিকেল উৎসুক জনতা, ভোগান্তিতে রোগী ও স্বজনরা
- ৪ ঋণের কিস্তি-গ্যাস-পানির বিল বাকি থাকলে এমপি প্রার্থী হওয়া যাবে না
- ৫ হাদির মাথার ভেতরে গুলি আছে, অস্ত্রোপচার চলছে: চিকিৎসক