ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

বগুড়ায় ক্লুলেস হত্যাকাণ্ডের ৬ মাস পর আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৩:৪৫ এএম, ২৫ মার্চ ২০২২

গত বছরের ১৮ সেপ্টেম্বর চিকিৎসার জন্য শেরপুর যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন বগুড়ার ধুনটের নারী ইউপি সদস্য রেশমা খাতুন (৩৮)। নিখোঁজের পাঁচদিন পর ধানক্ষেত থেকে রেশমার মরদেহ উদ্ধার করে পুলিশ। চাঞ্চল্যকর ও ক্লুলেস এ হত্যাকাণ্ডে অভিযুক্ত আবদুল লতিফ শেখ নামের একজনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

নিহত রেশমা খাতুন উপজেলার মথুরাপুর ইউপির ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য ও গোবিন্দপুর গ্রামের ফরিদুল ইসলামের স্ত্রী।

বৃহস্পতিবার (২৪ মার্চ) রাতে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জাগো নিউজকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, বগুড়ার ধুনটে রেশমা খাতুন নামে এক নারী ইউপি সদস্যকে হত্যার অভিযোগে আবদুল লতিফ শেখকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে তাকে মুন্সিগঞ্জে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে শুক্রবার (২৫ মার্চ) দুপুরে কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানা র‍্যাবের এই কর্মকর্তা।

এদিকে মরদেহ উদ্ধারের পর গত বছরের ২২ সেপ্টেম্বর মথুরাপুর ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ সেলিম জানান, ঘটনার দিন (১৮ সেপ্টেম্বর) বিকেলের দিকে কুড়িগাতি এলাকার স্থানীয় লোকজন জমির ধারে ঘাস কাটতে যান। এসময় ধানক্ষেতে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে থানায় জানান তারা। পরে বিকের সাড়ে ৫টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহতের স্বামী ফরিদুল ইসলাম জানান, রেশমা খাতুন ওইদিন বিকেলে চিকিৎসার জন্য শেরপুর যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর আর ফেরেননি। আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ নিয়েও তাকে পাওয়া যায় না।

টিটি/ইএ