এসআই মাসুদ সাময়িক বরখাস্ত
বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা গোলাম রাব্বীকে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত পুলিশ উপ-পরিদর্শক মাসুদ শিকদারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মারুফ হোসেন শনিবার দুপুরে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, তেজগাঁও বিভাগের ডিসি বিপ্লব কুমার সরকার স্বপ্রণোদিত হয়ে শনিবার মাসুদ শিকদারকে সাময়িক বরখাস্ত করেছেন।
উল্লেখ্য, গত ৯ জানুয়ারি (শনিবার) রাতে রাজধানীর মোহাম্মদপুর বিহারী ক্যাম্প এলাকা থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা গোলাম রাব্বীকে আটক করে নির্যাতন করেন পুলিশ উপ-পরিদর্শক মাসুদ শিকদারসহ কয়েকজন পুলিশ সদস্য। পরদিন গোলাম রাব্বী ওই ঘটনার সঙ্গে জড়িত এসআই মাসুদসহ তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়ের করার পর প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়ায় এসআই মাসুদকে প্রত্যাহার করা হয়।
জেইউ/এআরএস
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ মিরপুরে নির্বাচনি প্রচারপত্র বিলিকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষ
- ২ চট্টগ্রামে ১০ জনের মনোনয়ন প্রত্যাহার, বৈধ প্রার্থী ১১১, বাতিল ২
- ৩ যে বিবেচনায় পূর্বাচলে দুটি নতুন থানা স্থাপনের প্রস্তাব অনুমোদন
- ৪ পোস্টাল ব্যালট নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: সিইসি
- ৫ নতুন ৪ থানা স্থাপনের প্রস্তাব অনুমোদন