ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ঢাবি মাঠে আহলে হাদিসের ঈদের প্রধান জামাত সাড়ে সাতটায়

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৫:৫৮ পিএম, ২৯ এপ্রিল ২০২২

 

জমঈয়তে আহলে হাদিসের ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে সাতটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হবে। এই জামাতে ইমামতি করবেন বংশাল বড় জামে মসজিদের খাতিব শাইখ মুহাম্মাদ মোস্তফা সালাফি।

শুক্রবার (২৯ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিস কেন্দ্রীয় কমিটি। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২ বা ৩ মে ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বংশাল বড় জামে মসজিদের ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে এই ঈদ জামাত আয়োজনে সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিসের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জেনারেল শাইখ মুহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী জানান, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে দুই বছর পর ঈদের প্রধান জামাত আবারও ফিরছে ঈদগাহে। ঢাকাসহ বিভিন্ন জেলায় মসজিদ ও ঈদগাহ ময়দানে একই সময়ে এক বা একাধিক ঈদ জামাতের ব্যবস্থা থাকছে। তবে বৈরী আবহাওয়া থাকলে বা অন্য কোনো অনিবার্য কারণে ঈদগাহে নামাজ আদায় সম্ভব না হলে ঈদের জামাত ঢাকাসহ বিভিন্ন জেলার মসজিদে অনুষ্ঠিত হবে।

এমএমএ/কেএসআর/এমএস