লতিফকে গ্রেফতার না করলে আন্দোলন তীব্র হবে : জাফরুল্লাহ খান
সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে অবিলম্বে গ্রেফতার করা না হলে ধর্মপ্রাণ মানুষের আন্দোলন কঠোর থেকে কঠোরতর হবে বলে হুসিয়ারি উচ্চারণ করেছেন সম্মিলিত ইসলামি দল সমূহের সদস্য সচিব মাওলানা জাফরুল্লাহ খান। মঙ্গলবার সকালে রাজধানীর যাত্রাবাড়ীতে এক বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে তিনি এ কথা বলেন।
এছাড়া তৌহিদী জনতা লাগাতার হরতাল-অবরোধ দিতে বাধ্য হবে বলেও জানান তিনি।
জাফরুল্লাহ খান বলেন, লফিত সিদ্দিকীকে নিয়ে সরকার যে টালবাহানা শুরু করেছে এদেশের ধর্মপ্রাণ মানুষ তা কখনো সহ্য করবে না। অবিলম্বে লতিফকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।
অন্যথায় সৃষ্ট যেকোন পরিস্থিতির দায়দায়িত্ব সরকারকেই বহন করতে হবে বলেও তিনি হুঁশিয়ারী উচ্চারণ করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ইসলামি দল সমূহের মুখপাত্র ড. মাওলানা খলিলুর রহমান মাদানী, কেন্দ্রীয় নেতা মাওলানা আরিফ বিল্লাহ সিদ্দিকী, মুফতি মিজানুর রহমান, মুফতি তাজুল ইসলাম কায়সারী, মাওলানা ফসিউর রহমান, মুহাদ্দিস আব্দুল মান্নান ও মাওলানা জাকির হোসাইন প্রমুখ।
সর্বশেষ - জাতীয়
- ১ এরশাদ উল্লাহর হাতে ২ কোটি ৩৪ লাখ টাকা, স্ত্রীর ৩ কোটি ২৬ লাখ
- ২ ছয় বছরে আবু সুফিয়ানের আয়-সম্পত্তি বেড়েছে আড়াইগুণ
- ৩ শাহজাহান চৌধুরীর হাতে নগদ ১ কোটি ৩৪ লাখ টাকা, হলফনামায় ৭১ মামলা
- ৪ নাসীরুদ্দীনের আছে ২৫ লাখ টাকা, স্বামী-স্ত্রীর ২২ লাখ টাকার গহনা
- ৫ খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানিয়ে ঢাকা ছাড়লেন জয়শঙ্কর