ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

লতিফকে গ্রেফতার না করলে আন্দোলন তীব্র হবে : জাফরুল্লাহ খান

প্রকাশিত: ০৫:৩৩ এএম, ২৫ নভেম্বর ২০১৪

সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে অবিলম্বে গ্রেফতার করা না হলে ধর্মপ্রাণ মানুষের আন্দোলন কঠোর থেকে কঠোরতর হবে বলে হুসিয়ারি উচ্চারণ করেছেন সম্মিলিত ইসলামি দল সমূহের সদস্য সচিব মাওলানা জাফরুল্লাহ খান। মঙ্গলবার সকালে রাজধানীর যাত্রাবাড়ীতে এক বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে তিনি এ কথা বলেন।

এছাড়া তৌহিদী জনতা লাগাতার হরতাল-অবরোধ দিতে বাধ্য হবে বলেও জানান তিনি।

জাফরুল্লাহ খান বলেন, লফিত সিদ্দিকীকে নিয়ে সরকার যে টালবাহানা শুরু করেছে এদেশের ধর্মপ্রাণ মানুষ তা কখনো সহ্য করবে না। অবিলম্বে লতিফকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।

অন্যথায় সৃষ্ট যেকোন পরিস্থিতির দায়দায়িত্ব সরকারকেই বহন করতে হবে বলেও তিনি হুঁশিয়ারী উচ্চারণ করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ইসলামি দল সমূহের মুখপাত্র ড. মাওলানা খলিলুর রহমান মাদানী, কেন্দ্রীয় নেতা মাওলানা আরিফ বিল্লাহ সিদ্দিকী, মুফতি মিজানুর রহমান, মুফতি তাজুল ইসলাম কায়সারী, মাওলানা ফসিউর রহমান, মুহাদ্দিস আব্দুল মান্নান ও মাওলানা জাকির হোসাইন প্রমুখ।