ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

কদমতলী থেকে যুবকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৪:৩৬ পিএম, ০৩ জুন ২০২২

রাজধানীর কদমতলীতে প্রেমিকার বাসা থেকে আশিকুল হক পিন্টু (৩১) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পিন্টু একটি ইংরেজি দৈনিক পত্রিকায় সার্কুলেশন ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

শুক্রবার (৩ জুন) সকাল ৯টার দিকে কদমতলী মাতুয়াইল মেডিকেল গলির একটি ভবনের পাঁচতলা থেকে পিন্টুর মরদেহ উদ্ধার করে পুলিশ।

কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রলয় কুমার সাহা জাগো নিউজকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, পিন্টুর শরীরে ক্ষতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার বর্ণনা দিয়ে কদমতলী থানার ওসি বলেন, শাফিয়া নামের এক তরুণী তার ভাবিসহ মেডিকেল গলির ওই বাড়িতে বসবাস করেন। ভাবি গ্রামের বাড়িতে যাওয়ায় ওই তরুণী বাসায় একাই ছিলেন। শাফিয়াকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, পিন্টু বৃহস্পতিবার দিনগত রাত আড়াইটার দিকে ওই বাসায় আসেন। বাসায় আসার কিছুক্ষণ পর থেকে বমি বমি ভাব ও অসুস্থতাবোধ করেন পিন্টু। রাত ৪টার দিকে পিন্টু চরম অসুস্থ হয়ে পড়েন।

পরে বাসার দারোয়ানসহ ওই বাসার অন্যদের ডাকেন শাফিয়া। শাফিয়ার কান্নাকাটি ও চেঁচামেচি শুনে লোকজন এসে দেখেন ওই যুবক মারা গেছেন। পরে থানায় এসে আমাদের সংবাদ দেন শাফিয়া।

ওসি প্রলয় কুমার সাহা আরও বলেন, শাফিয়া জানিয়েছেন, তিন মাস আগে মোবাইল ফোনে কথোপকথনের মাধ্যমে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের সম্পর্ক গড়ে ওঠার পর অন্য জায়গায় তাদের দেখা হলেও এই প্রথম বাসায় আসেন পিন্টু।

এ ঘটনার পর পিন্টুর বাবা-মা এখনও থানায় আসেননি, তাই কোনো মামলা হয়নি। মামলার পর তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান কদমতলী থানার ওসি।

টিটি/কেএসআর/এএসএম