শাহজালালে ৩৩ কেজি স্বর্ণ জব্দ
ফাইল ছবি
হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ৩৩ কেজি ওজনের স্বর্ণের বার জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউজ। সোমবার রাত ১১টা ১৫ মিনিটে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে আগত মালিন্দো এয়ারের একটি ফ্লাইট থেকে স্বর্ণগুলো জব্দ করা হয়।
ঢাকা কাস্টমস হাউজের সহকারী কমিশনার (এসি) শহিদুজ্জামান সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মালিন্দো এয়ারের ওডি-১৬২ নম্বর ফ্লাইটের একটি সিট কাভারের নিচ থেকে ৩২ কেজি ৭শ গ্রাম ওজনের ওই স্বর্ণের বারগুলো জব্দ করা হয়।
বারগুলোর আনুমানিক মূল্য প্রায় ১৩ কোটি টাকা। এ ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভম হয়নি। এ বিষয়ে পরে বিস্তারিত জানিয়ে দেয়া হবে বলে জানানো হয়েছে।
এআর/জেইউ/বিএ
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ আফসানা বেগমের নিয়োগ বাতিল, গ্রন্থকেন্দ্রের নতুন পরিচালক সাখাওয়াত
- ২ বিপুল অর্থ খরচ করে স্বপ্নভঙ্গ, শূন্য হাতে দেশে ফিরলেন ৩৬ জন
- ৩ রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ গঠনের প্রস্তাব অনুমোদিত
- ৪ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুনর্গঠন ভূতাপেক্ষ অনুমোদিত
- ৫ ক্যাপ্টেনের দক্ষতায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলো চট্টগ্রাম বন্দর