ইপিআই সুপারিনটেনডেন্ট কল্যাণ সমিতির সভাপতি মোস্তফা মহাসচিব নাজিম
ইপিআই ও জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট কল্যাণ সমিতির কেন্দ্রীয় সম্মেলন
বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) ও জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে মোস্তফা কামাল সভাপতি এবং নাজিম উদ্দিন আহমেদ মহাসচিব মনোনীত হয়েছেন।
শুক্রবার (২৯ জুলাই) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে সমিতির কেন্দ্রীয় সম্মেলনে নতুন এই কমিটি ঘোষণা করা হয়।
সম্মেলনে সংগঠনটির পাঁচ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি ও মহাসচিব ছাড়াও কার্যকরী সভাপতি মনোনীত হয়েছেন মো. মোজাম্মেল হক, সিনিয়র সহ-সভাপতি লুৎফর রহমান ও সাংগঠনিক সম্পাদক দীপক চন্দ্র সরকার।
এর আগে সংগঠনটির বিগত আহ্বায়ক কমিটির নানা কাজ তুলে ধরেন সংগঠনটির সদস্য সচিব নাজিম উদ্দিন আহমেদ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনটির নতুন কমিটির সাংগঠনিক সম্পাদক দীপক চন্দ্র সরকার। এসময় বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) ও জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট কল্যাণ সমিতির বিভিন্ন জেলার নেতারা উপস্থিত ছিলেন।
আরএসএম/কেএসআর/এএসএম