ঢাকাবাসীকে ডেঙ্গুর বিস্তার থেকে মুক্তি দিতে পেরেছি: তাপস
ঢাকাবাসীকে এডিস মশার (ডেঙ্গু) বিস্তার থেকে মুক্তি দিতে পেরেছি বলে দাবি করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।
তিনি বলেন, ২০১৯ সালে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব যেরকম মহামারির আকার ধারণ করেছিল, এবারও সেই পর্যায়ে যেতে পারে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা করেছিলেন। এজন্য প্রথম থেকেই আগাম প্রস্তুতি নিয়েছি। জরিপগুলোতে যে তথ্য উঠে এসেছিল, সেগুলোর ওপর ভিত্তি করে চিরুনি অভিযান চালিয়েছি। দুই মাসব্যাপী নিয়ন্ত্রণকক্ষ পরিচালনা করে (এডিস মশার) উৎসগুলোর ধ্বংসের মাধ্যমে প্রতিদিন ব্যাপক কার্যক্রম নিয়েছি। ফলে ঢাকাবাসীকে এডিস মশার বিস্তার থেকে মুক্তি দিতে পেরেছি।’
বুধবার (৭ সেপ্টেম্বর) বঙ্গবন্ধু এভিনিউ বিপণিবিতানের ১০তলা ভবনের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ডিএসসিসি মেয়। পরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তাপস এ দাবি জানান।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে উল্লেখ করে শেখ ফজলে নূর তাপস বলেন, জলবায়ু পরিবর্তনজনিত অসময়ে বৃষ্টিপাত হলেও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গু রোগ পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। গতকাল (৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী ডিএসসিসি এলাকায় রোগীর সংখ্যা ৪০ জন, যা এখন পর্যন্ত এ মৌসুমে সর্বোচ্চ।
ডিএসসিসি মেয়র বলেন, পুরো মৌসুমে আমরা কাজ করেছি। ফলে দৈনিক শনাক্ত রোগী ৩০, ২৫, ২০, ১৫ জনের মধ্যে রাখতে সক্ষম হয়েছি। কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে শেষপর্যায়ে এসে একটু বৃদ্ধি পেয়েছে। কিন্তু আমরা মনে করি, ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব দক্ষিণ সিটিতে এখনো পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় এ পর্যন্ত দুজন মারা গেছেন। ডেঙ্গু রোগে যারা মারা গেছেন, আমি তাদের আত্মার মাগফেরাত কামনা করছি।
এমএমএ/এএএইচ/এএসএম
সর্বশেষ - জাতীয়
- ১ নিরাপদ খাদ্য নিশ্চিতে একসঙ্গে কাজ করবে ক্যাব ও বিএসএএফই
- ২ জলবায়ু ঝুঁকি মোকাবিলায় নারী উদ্যোক্তাদের অতিরিক্ত অর্থায়ন প্রয়োজন
- ৩ টেকনাফে সন্ত্রাসী ‘লম্বা মিজান’র বাড়ি থেকে বিপুল অস্ত্র উদ্ধার
- ৪ রাজধানীতে ছাদবাগানে পানি দেওয়ার সময় নিচে পড়ে বৃদ্ধা নিহত
- ৫ দেশের উন্নয়নে মেধাবীদের কাজে লাগাতে হবে: মেয়র শাহাদাত