লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে শুনানি ৭ ডিসেম্বর
পবিত্র হজ ও তাবলিগ জামায়াত নিয়ে কটুক্তি করার মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য ৭ ডিসেম্বর ধার্য করেছে আদালত।
ঢাকা মহানগর হাকিম আসাদুজ্জামান নূর অ্যাডভোকেট আবেদ রেজার দায়ের করা মামলায় অভিযোগ গঠন শুনানির জন্য এ দিন ধার্য করেন।
গত ২৯ সেপ্টেম্বর নিউইয়র্কের জ্যাকসন হাইটসে টাঙ্গাইল সমিতি আয়োজিত মতবিনিময় সভায় বক্তৃতায় এক পর্যায়ে লতিফ সিদ্দিকী বলেন, ‘আমি কিন্তু হজ আর তবলিগ জামাতের ঘোরতর বিরোধী। এ হজে যে কত ম্যানপাওয়ার নষ্ট হয়। হজের জন্য ২০ লাখ লোক আজ সৌদি আরব গিয়েছে। তাদের কোনো কাম নাই। তাদের কোনো প্রোডাকশন নাই। শুধু রিডাকশন করতেছে। শুধু খাচ্ছে আর দেশের টাকা নিয়ে ওখানে দিয়ে আসছে। অ্যাভারেজে যদি বাংলাদেশ থেকে এক লাখ লোক হজে যায় প্রত্যেকের পাঁচ লাখ টাকা করে ৫০০ কোটি টাকা খরচ হয়।’
হযরত মোহাম্মদ (স.) সম্পর্কে বিবাদী আরও বলেন, ‘আবদুল্লাহপুত্র মোহাম্মদ চিন্তা করল এ জাজিরাতুল আরবের লোকেরা কীভাবে চলবে। তারাতো ছিল ডাকাত। তখন একটা ব্যবস্থা করল যে, তাহার অনুসারীরা প্রতিবছর একবার এক সঙ্গে মিলিত হবে এবং এর মধ্যে দিয়ে একটা আয়ের ব্যবস্থা হবে।’
সর্বশেষ - জাতীয়
- ১ সুমাইয়া ইসলাম পেলেন ফ্রাঙ্কো-জার্মান মানবাধিকার পুরস্কার
- ২ কানাডা হাইকমিশনের হিউম্যান রাইটস ডিফেন্ডার পুরস্কার পেলেন যারা
- ৩ মানবাধিকার লঙ্ঘন রোধে সবার আন্তরিক অংশগ্রহণ অপরিহার্য: শাহাদাত
- ৪ চট্টগ্রাম বন্দরে চাঁদাবাজি কারা করছে তা স্পষ্টভাবে বলতে হবে
- ৫ চট্টগ্রাম বন্দরের টার্মিনাল ইজারার প্রতিবাদে লাল পতাকা মিছিল