ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

আরো ১০ পৌরসভার ভোট ২০ মার্চ

প্রকাশিত: ১১:৩০ এএম, ১০ ফেব্রুয়ারি ২০১৬

আরো ১০টি পৌরসভার ভোট গ্রহণের দিনক্ষণ ঠিক করেছে নির্বাচন কমিশন (ইসি)। ২০ মার্চ এসব পৌরসভায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রতিদ্বন্দ্বিতায় আগ্রহীরা ২২ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন। ২৪ ও ২৫ ফেব্রুয়ারি যাচাই বাছাই শেষে ৪ মার্চ পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যহার করা যাবে।

বুধবার ইসির উপসচিব শামসুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ২০ মার্চ ভোটের দিন রেখে পৌর নির্বাচনের এই তফসিল ঘোষণা করা হয়।

দ্বিতীয় দফায় রংপুরের হারাগাছ, ব্রাহ্মণবাড়িয়া, ঝালকাঠী, নোয়াখালীর কবিরহাট, কুমিল্লার নাঙ্গলকোট, ফরিদপুরের ভাঙ্গা, কক্সবাজারের চকরিয়া, মহেশখালী, ঝিনাইদহের কালিগঞ্জ ও ফেনীর সোনাগাজী পৌরসভায় ভোট হচ্ছে।

গত ৩০ ডিসেম্বর দেশের ২৩৪ পৌরসভায় প্রথমবারের মতো দলভিত্তিক ভোট হয়। এতে ২০টি দল অংশ নেয়।

এইচএস/একে/এবিএস