ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

৩৬তম বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশ

প্রকাশিত: ১২:২৪ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০১৬

৩৬তম বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশিত হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছে ১৩ হাজার ৮৩০ জন। বুধবার সন্ধ্যায় এ ফল প্রকাশ করে পিএসসি। পিএসসির জনসংযোগ কর্মকর্তা ডায়না সীমা জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত ৮ জানুয়ারি ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর বিভাগীয় শহরে ১৬২ কেন্দ্রে ২ লাখ ১১ হাজার ৩২৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এরমধ্যে ঢাকায় ১০৭টি ও ঢাকার বাইরে ৫৫ কেন্দ্রে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার প্রিলিমিনারি পরীক্ষার হলে ক্যালকুলেটর ছাড়াও ঘড়ি নিষিদ্ধ করে দেওয়াল ঘড়ির ব্যবস্থা করেছিল পিএসসি।

বিভিন্ন ক্যাডারে ২১৮০ জনকে নিয়োগ দিয়ে গত বছরের ৩১ মে ৩৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি।

রেজাল্ট দেখতে ক্লিক করুন

এসএ/এএইচ/এসএইচএস/আরআইপি