ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

সিলিন্ডারবোঝাই কাভার্ডভ্যানে বিস্ফোরণ

গাজীপুরে দগ্ধ পাঁচজনকে শেখ হাসিনা বার্নে ভর্তি

ঢামেক প্রতিবেদক | প্রকাশিত: ০৯:৩২ পিএম, ১৩ অক্টোবর ২০২২

গাজীপুরে সিএনজি পাম্পে সিলিন্ডারবোঝাই কাভার্ডভ্যানে বিস্ফোরণের ঘটনায় পাঁচজন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রাতে তাদের ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

তারা হলেন- আল-আমিন (২৫), মো. আনোয়ার (৩০), মো. পারভেজ (৩১), মো. মিঠু (২৫), মো. সিরাজুল ইসলাম (২৮)।

এর আগে সন্ধ্যা ৭টার দিকে গাজীপুর মহানগরীর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বড়বাড়ি এলাকার হাজী ওহেদ আলী সরকার সিএনজি ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে তিনজন দগ্ধ হওয়ার তথ্য জানায় ফায়ার সার্ভিস।

গাজীপুরে কাভার্ডভ্যানে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৩

স্থানীয় সূত্রে জানা যায়, কাভার্ডভ্যানটিতে ১০০ সিলিন্ডার ছিল। সন্ধ্যা ৭টার দিকে বড়বাড়ি কুনিয়া এলাকার হাজি ওয়াহেদ আলী সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস নিতে যায়।

গ্যাস নেওয়ার সময় হঠাৎ একটি সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে মুহূর্তেই কাভার্ডভ্যানটিতে আগুন ধরে যায়। এসময় কাভার্ডভ্যানের পাশে থাকা পাঁচজন দগ্ধ হন। পরে স্থানীয়রা টঙ্গী ফায়ার স্টেশনে খবর দেন।

আরও পড়ুন: গাজীপুরে কাভার্ডভ্যানে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৩

ওই সময় টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা ইকবাল হাসান জানান, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। এতে তিনজন দগ্ধ হয়েছেন।

তবে দগ্ধের সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানিয়েছিলেন ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

কাজী আল-আমিন/এএএইচ/জিকেএস