ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

আগারগাঁওয়ে ড্রোন উদ্ধার

প্রকাশিত: ০৭:১২ এএম, ১১ ফেব্রুয়ারি ২০১৬

রাজধানীর আগারগাঁও আইডিবি ভবনের পেছন থেকে একটি ড্রোন উদ্ধার করেছে শেরেবাংলা নগর থানা পুলিশ। বৃহস্পতিবার সকাল পৌনে ১১টার দিকে ড্রোনেটিকে উদ্ধার করা হয়।

জানা যায়, সকাল পৌনে ১১টার দিকে হঠাৎ একটি ড্রোন উড়ে এসে আইডিবি ভবনের পেছন পরে। ড্রোনটি দেখে কৌতুহলী জনতা ভিড় করে। পরে আইডিবি ভবনের কাছে চেক পোস্টে দায়িত্বে থাকা এসআই মাহমুদুজ্জামানের নেতৃত্বে টহলরত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শেরেবাংলা নগর থানায় খবর দেয়। সংবাদ পেলে থানা থেকে বিশেষজ্ঞ দল এসে ড্রোনটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

তবে ড্রোনটি কোথা থেকে উড়ে এসেছে বা কে উড়িয়েছে তা জানাতে পারেনি পুলিশ।

জেইউ/আরএস/এমএস