ডিএমপি কমিশনারের নেতৃত্বে ক্রাইম কনফারেন্স চলছে
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনারের নেতৃত্বে মাসিক অপরাধ পর্যালোচনার সম্মেলন-ক্রাইম কনফারেন্স শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে ডিএমপি হেড কোয়ার্টার্সে শুরু হওয়া কনফারেন্সটি দুপুরেও চলছে।
এতে অংশ নিয়েছে ডিএমপি পুলিশের বিভিন্ন বিভাগের উপ-কমিশনার (ডিসি) ও সহকারী কমিশনার (এসি) ও ৪৯ থানার ওসিরা।
ডিএমপি সূত্র জানায়, রাজধানীতে গত জানুয়ারি মাসের আইনশৃঙ্খলা পরিস্থিতির মূল্যায়নই কনফারেন্সটির মূল আলোচ্য বিষয়। এছাড়াও গত এক মাসের অপরাধ বিবেচনায় সেরা থানা ও সেরা ডিসির ঘোষণাও আসবে কনফারেন্স থেকে।
সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে পুলিশ সোর্স দিতে চাঁদাবাজির অভিযোগের বিষয়ে কনফারেন্সে আলোচনা করা হবে।
এআর/একে/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ বাণিজ্য উপদেষ্টার সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের বিদায়ী বৈঠক
- ২ মুক্তিযোদ্ধাদের ভূমিকা অস্বীকারকারীদের সামরিক ইতিহাস জ্ঞান নেই
- ৩ ফয়সাল করিম মাসুদের জামিনের সঙ্গে আইন মন্ত্রণালয়ের সম্পর্ক ছিল না
- ৪ হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন, দেশবাসীকে শান্ত থাকার আহ্বান
- ৫ যুগ্ম সচিবকে নিজের গাড়িতে জিম্মি করে ৬ লাখ টাকা দাবি চালকের