ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

কনসার্ট স্থগিতের কারণ জানাতে সংবাদ সম্মেলন ডেকেছে আয়োজকরা

প্রকাশিত: ০২:০৭ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০১৬

ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম ‘অন্তর শোবিজ’এর সুষ্ঠু প্রস্তুতি ও পরিকল্পনা না থাকায় বলিউড সুপারস্টার কারিনা কাপুর খানের আরএফএল ওয়েস্টবিন ক্লিন ঢাকা কনসার্ট স্থগিত ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এ ব্যাপারে আয়োজকদের পক্ষ থেকে ব্যাখা প্রদানের জন্য বৃহস্পতিবার রাত ৮টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করবে ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম ‘অন্তর শোবিজ’।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় সব প্রস্তুতি নেয়ার পরও নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বৃহস্পতিবার বিকেলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে এ কনসার্ট স্থগিতের অনুরোধ করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এরপর কনসার্ট স্থগিতের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মেয়র সাঈদ খোকন।

এসএইচএস/পিআর

আরও পড়ুন