ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

অনগ্রসরদের এগিয়ে আনলেই দেশ সুন্দর হবে : পরিকল্পনামন্ত্রী

প্রকাশিত: ০৩:০৭ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০১৬

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, মানুষ তার কাজের মধ্য দিয়ে বেঁচে থাকেন। দেশ ও জাতির জন্য ভাল কিছু করে যাওয়ার মানসিকতা ও আকাঙ্ক্ষা থাকলেই ভালো কিছু করা সম্ভব। সমাজে সুযোগের অভাবে অগণিত মানুষ এখনো পিছিয়ে আছে। তাদেরকে এগিয়ে আনতে পারলেই গড়ে উঠবে একটি সুন্দর সমাজ এবং দেশ।

মন্ত্রী বৃহস্পতিবার ঢাকায় সদ্য অবসরে যাওয়া পরিকল্পনা কমিশনের সচিব মোহাম্মদ শফিকুল আজম এবং পরিকল্পনা কমিশন সদস্য আরস্ত খান -এর বিদায় উপলক্ষে পরিকল্পনা মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

মন্ত্রী সদ্য অবসরপ্রাপ্ত দুজন সচিবের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, আপনারা আপনাদের অভিজ্ঞতা সমাজ পরিবর্তনে কাজে লাগাতে হবে। জীবনের অর্জন সম্পর্কে অন্যদের অনুপ্রাণিত করতে হবে।

অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আবদুল মান্নান, পরিকল্পনা কমিশনের সচিব তারিক-উল-ইসলাম, আইএমইডি সচিব মো. শহীদউল্লা খন্দকার, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব কানিজ ফাতেমা, পরিকল্পনা কমিশন সদস্য আহমেদ হোসেন খান, আবদুল মান্নান, সামসুদ্দিন আজাদ, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ আবদুল ওয়াজেদ, বিআইডিএস মহাপরিচালক ড. মোর্শেদসহ মন্ত্রণালয় ও এর অধীন বিভিন্ন বিভাগ ও সংস্থার পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসএ/এসএইচএস/পিআর