ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

‘ভালোবাসা দাও না হয় জীবন দেব’

প্রকাশিত: ০৭:৩০ এএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৬

একটি লাল গোলাপ হাতে মেয়েটির সামনে দাঁড়িয়ে ছেলেটির আকুতি, ‘ভালোবাসা দাও, না হয় জীবন দিয়ে দেব’। পাঠক না এটি কোনো গল্পের কিংবা নাটকের সংলাপ নয়।

রোববার (১৪ ফেব্রুয়ারি)  বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্দ্যানে শিখা চিরন্তনীর পাশে এক প্রেমিককে তার প্রেমিকার হাত ফুল দিয়ে এমন অাকুতি জানাতে দেখা গেছে।

ভালোবাসা দিবস উপলক্ষে শাহবাগ মোড়, টিএসসি, কেন্দ্রীয় লাইব্রেরি, ঢাকা বিশ্ববিদ্যালয়, ছবির হাট ও সোহরাওয়ার্দী এলাকা ঘুরে দেখা গেছে, লাল পাঞ্জাবি, লাল জামা গায়ে হাতে গোলাপ নিয়ে বসে অাছেন শতশত জুটি। অনেককে আবার আবেগপূর্ণ মুহূর্ত কাটাতে দেখা গেছে। আর তাই এসব এলাকায় উৎসুক মানুষের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

অন্যদিকে, অনেক প্রেমিক প্রেমিকাকে ফুল হাতে প্রিয় মানুষটির জন্য অপেক্ষার প্রহর গুণতে দেখা গেছে।

এএম/এসকেডি/আরআইপি