ঢাকা-চট্টগ্রাম রুটে উড়াল সড়ক নির্মাণের নির্দেশ
ফাইল ছবি
ঢাকা-চট্টগ্রাম চার লেন সড়কের উপর এলিভেটেড এক্সপ্রেসওয়ে বা উড়াল সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য দ্রুত কাজ শুরু করতে পরিকল্পনা কমিশনকে তাগিদ দিয়েছেন তিনি। এছাড়া সব ধরনের আবাসিক প্রকল্পে নিজস্ব সোলার প্যানেল সিস্টেম রাখারও দিক-নির্দেশনা দিয়েছেন তিনি।
মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দিয়েছেন বলে সূত্র জানিয়েছে। রাজধানীর শেরে বাংলা নগরে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সূত্র বলছে, প্রধানমন্ত্রী চান, ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেস ওয়ে হোক। দ্রুত এ জন্য কাজ করতে বলেছেন। প্রায় ২২০ কিলোমিটার লম্বা এই যোগাযোগ ব্যবস্থা স্থাপন করা হলে তা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাড়বে জিডিপি প্রবৃদ্ধি। পদ্মা সেতুর মতো এটি অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখবে।
সূত্র জানিয়েছে, তাৎক্ষণিকভাবে চূড়ান্ত করা হয়নি যে এক্সপ্রেসওয়ে ট্রেন সার্ভিস নাকি বাস সার্ভিস হবে। পরবর্তীতে এ বিষয়টি চূড়ান্ত করা হবে।
বৈঠকের একটি নির্ভরযোগ্য সূত্র বলছে, সবগুলো বিভাগীয় শহরে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু নভোথিয়েটারের আদলে একটি করে নভোথিয়েটার স্থাপন করার নির্দেশও দিয়েছেন।
এছাড়া প্রধানমন্ত্রী সব আবাসিক প্রকল্পে ভবন তৈরিতে নিজস্ব সোলার সিস্টেম রাখার জন্য বলেছেন। এছাড়া যাতে সব বাড়িতে বৃষ্টির পানি ধরে রাখার ব্যবস্থা থাকে সেটিও খেয়াল রাখতে বলেছেন তিনি।
এসএ/এনএফ/পিআর