রাজধানীতে ১৩ সিএনজি ও মোটরসাইকেলকে জরিমানা
অবৈধ কাগজ ও কাগজ ছাড়া সিএনজি এবং মোটরসাইকেল চালানোর অপরাধে চালকদের ১৩ জনের বিরুদ্ধে মামলা ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। তাছাড়া সরকারি কাজে বাধা দেয়ায় এক সিএনজি চালককে ৩ মাসের জেল দেয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে মগবাজার চৌরাস্তায় ডিএমপির ভ্রাম্যমাণ আদালত থেকে তাদের এই জরিমানা ও জেল দেয়া হয়। এদিন দুপুর ১টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।
ঢাকা মহানগরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল কুদ্দস জানান, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৩টি মামলায় ১৬ হাজার ৭ শ’ টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই দায়ে কাসেম মাতুব্বর নামে এক সিএনজি চালককে তিন মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
এই অভিযানে ফুটপাতের উপর থেকে ৫০টির মত দোকানো উচ্ছেদ করা হয় বলে জানান আব্দুল কুদ্দুস।
এআর/এসকেডি/আরআইপি
সর্বশেষ - জাতীয়
- ১ বাণিজ্য উপদেষ্টার সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের বিদায়ী বৈঠক
- ২ মুক্তিযোদ্ধাদের ভূমিকা অস্বীকারকারীদের সামরিক ইতিহাস জ্ঞান নেই
- ৩ ফয়সাল করিম মাসুদের জামিনের সঙ্গে আইন মন্ত্রণালয়ের সম্পর্ক ছিল না
- ৪ হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন, দেশবাসীকে শান্ত থাকার আহ্বান
- ৫ যুগ্ম সচিবকে নিজের গাড়িতে জিম্মি করে ৬ লাখ টাকা দাবি চালকের