নবম দিনেও অবস্থান ধর্মঘটে ইবতেদায়ী শিক্ষকরা
মাদ্রাসা বোর্ড কর্তৃক রেজিস্ট্রেশনপ্রাপ্ত সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের জাতীয় স্কেলে বেতনের দাবিতে নবম দিনের মতো অবস্থান ধর্মঘট পালন করে যাচ্ছে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতি। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত নবম দিনের মতো এ অবস্থান ধর্মঘট পালন করেছে এই শিক্ষকরা।
জাতীয় স্কেলে বেতন না ঘোষণা করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সংগঠনের মহাসচিব মোখলেছুর রহমান।
শিক্ষকরা বলেন, নবম দিনের মতো শিক্ষকরা খোলা আকাশের নিচে অবস্থান করছি। এখন পর্যন্ত সরকারের কাছ থেকে বেতনস্কেলের কোনো প্রকার আশ্বাস পাইনি। আন্দোলন করতে গিয়ে আমাদের দু`জন শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন।
অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম হিরন, শাহজাহান আলী, যুগ্ম মহাসচিব আবু মুসা ভূইয়া বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির মহাসচিব সাগর আহমেদ শাহীন প্রমুখ।
এএস/এমজেড/আরআইপি