ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

অর্থাভাবে ভেস্তে যাচ্ছে পর্যটন বর্ষ

প্রকাশিত: ০৯:১৮ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৬

অর্থের অভাবে পর্যটন বর্ষ ২০১৬ উপলক্ষে নেয়া নানা প্রকল্প কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। ২শ` কোটি টাকা বরাদ্দ চাওয়া হলেও মাত্র ৬০ কোটি টাকা পাওয়ার বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। সংশ্লিষ্টদের আশঙ্কা পর্যটন বর্ষ ২০১৬ হবে কাগজে কলমে। অর্থের অভাবে বাস্তবায়ন হবে না কিছুই।

porjoton
এ বিষয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন জাগো নিউজকে বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত পর্যটন বর্ষ শুরু হয়ে গেলেও এখনো পর্যাপ্ত অর্থ বরাদ্দ পাওয়া যায়নি। ফলে উন্নয়ন কাজ করা যাচ্ছে না। এ অবস্থার অবসান না হলে পরিকল্পনা বাস্তবায়ন কঠিন হবে বলে জানিয়েছেন মেনন।

porjoton
মেনন বলেন, সরকার সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল (এসডিজি) বাস্তবায়নে পর্যটনকে অন্যতম সেক্টর হিসেবে নির্ধারণ করেছে। এ লক্ষ্যে ২০১৬ সালকে পর্যটন বর্ষ ঘোষণা করে ২০১৮ পর্যন্ত এ বর্ষের কর্মসূচিগুলো অব্যাহত থাকার কথা। সরকার বাংলাদেশকে এমনভাবে সাজাতে চায় যাতে বিশ্ববাসী এক নতুন বাংলাদেশকে দেখতে পাবে। পর্যটন বাংলাদেশের ভাবমূর্তি বৃদ্ধি, আর্থসামাজিক উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতিতে বিরাট অবদান রাখতে পারে।

porjoton
ইতোমধ্যে বিশ্বের চেইন হোটেলগুলো বাংলাদেশে আসতে শুরু করেছে। পর্যটনকে আরো জনপ্রিয় ও অর্থবহ করতে বেসরকারি সংস্থাগুলোকেও আমন্ত্রণ জানান রাশেদ খান মেনন।

আরএম/এমজেড/এবিএস

আরও পড়ুন