ভারত বধের অপেক্ষায় মাহমুদুল্লাহ
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের তিক্ত অভিজ্ঞতার কথা এ দেশের ক্রিকেটপ্রেমী মানুষ খুব কমই সম্ভবত ভুলতে পারবে। ক্রিকেটাররাও ভোলেন কী করে! মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ভারতের কাছে হার নয়, বাংলাদেশ পেয়েছিল যেন দারুণ এক আত্মবিশ্বাস। যেটাকে পুঁজি করে ঘরের মাঠে ভারতকে প্রথমবারের মতো সিরিজ হারিয়েছিল বাংলাদেশ।
গত বছর এপ্রিলের ঘটনা। সেই ঘটনার পর এখনও এক বছর পার হয়নি। আবারও মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-ভারত। এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামছে মাশরাফি এবং মহেন্দ্র সিং ধোনির দল। এই ম্যাচে ভারতকে সামনে পেয়ে কী পরিকল্পনা করছেন বাংলাদেশের নির্ভরযোগ্য ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ!
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘বাড়তি কিছু নেই। আমরা সবাই খুব রিল্যাক্সড। ফিটনেস, স্কিল সবকিছু নিয়েই সবাই খুব ভালোভাবে কাজ করছে। আশা করি শুরু ভালো করতে পারবো আমরা।’
ভারতকে নিয়ে তাহলে ভাবনা কী? মাহমুদুল্লাহ বলেন, ‘সাম্প্রতিক সময়ে ভারত খুব ভালো ক্রিকেট খেলছে। আমাদেরও খুব ভালো খেলতে হবে। আমরা শুধু আমাদেরটা নিয়েই ভাবছি। আমরা আত্মবিশ্বাস নিয়ে শুরু করলে ইট ইজ গনা কিক আস অফ। মোমেন্টাম সঙ্গে নিয়ে যেতে পারলে ম্যাচ বাই ম্যাচ আমরা ভালো করতে পারবো।’
আইএইচএস/বিএ
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ নিহত শান্তিরক্ষীদের নেমপ্লেট পরে প্যারাট্র্যুপিং করবেন ৬ জন
- ২ বাঁশখালীতে ডিবির অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার, গ্রেফতার ২
- ৩ ছাড়া হচ্ছে না সাংবাদিক আনিস আলমগীরকে, আদালতে পাঠানো হবে আজই
- ৪ নির্বাচনের প্রস্তুতির কাজ ইসি খুব ভালোভাবে করেছে: অর্থ উপদেষ্টা
- ৫ স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা