ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

যাত্রাবাড়ীতে লাইসেন্সবিহীন ওষুধ বিক্রি : ২ জনকে জরিমানা

প্রকাশিত: ০৭:২৬ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৬

লাইসেন্সবিহীন নকল পেইন কিলার অয়েন্টমেন্ট উৎপাদন, মজুদ ও বাজারজাত করার অপরাধে দু`জনকে এক লাখ টাকা জরিমানা করেছেন র‌্যাব পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।
 
বৃহস্পতিবার রাতে রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন ১৭০৪ সাজেদা ভিলা (গ্রাউন্ড ফ্লোর) ‘এমবি কেমিকেল কোম্পানি লিমিটেড’ নামক প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে র‌্যাব-১০।
 
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলম। এসময় উপস্থিত ছিলেন বিএসটিআই এর ফিল্ড অফিসার মো. শরীফ হোসেন।
 
র‌্যাব-১০ সহকারী পরিচালক এএসপি মো. সাজ্জাদ হোসেন জানান, কিছু অসাধু ব্যবসায়ী বিএসটিআই এর অনুমতি ব্যতীত এবং অন্য প্রতিষ্ঠানের লাইসেন্স নকল করে দীর্ঘদিন যাবৎ পেইন কিলার অয়েন্টমেন্ট উৎপাদন, মজুদ ও বাজারজাত করে আসছে।
 
র‌্যাব-১০ এর সদর কোম্পানি ধলপুর ক্যাম্পের একটি দল যাত্রাবাড়ী থানাধীন ১৭০৪ সাজেদা ভিলা (গ্রাউন্ড ফ্লোর) ‘এমবি কেমিক্যাল কোম্পানী লিমিটেড’ নামক প্রতিষ্ঠানে অভিযান চালায়।
 
অভিযানে আদালত বিএসটিআই অধ্যাদেশ ১৯৮৫ (সংশোধন-২০০৩) এর বিধান লঙ্ঘন করার অপরাধে কোম্পানির মালিক মো. বাবুল মোল্লা (৩৮) ও ম্যানেজার মো. সবুজ শাহরিয়ারকে (৩৭) এক লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে এক মাসের কারাদণ্ড প্রদান করেন আদালত।

জেইউ/এমজেড/পিআর