ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

রাজধানীতে ২৫ কেজি গাঁজাসহ চার কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৫:৪২ পিএম, ৩০ জানুয়ারি ২০২৩

রাজধানীর যাত্রাবাড়ীর দনিয়া এলাকায় অভিযান চালিয়ে ২৫ কেজি গাঁজাসহ চার কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আটকরা হলো— সজীব শেখ (২২), লোকমান শিকদার (৩৭), সাগর (১৮) ও এক কিশোর (১৬)।

সোমবার (৩০ জানুয়ারি) র‌্যাব-১০ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রোববার (২৯ জানুয়ারি) রাজধানীর দনিয়া এলাকায় অভিযান চালায় র‌্যাবের একটি দল। অভিযানে আনুমানিক সাড়ে ৭ লাখ টাকা মূল্যের ২৫ কেজি গাঁজাসহ চার মাদক কারবারিকে আটক করা হয়।এছাড়া এসময় তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও মাদক বিক্রয়ের নগদ ২৮ হাজার ৫৫০ টাকা জব্দ করা হয়।

আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে— আটকরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা রুজু করা হয়েছে।

আরএসএম/এমএএইচ/এএসএম