ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

খিলগাঁওয়ে স্বামীর সঙ্গে ঝগড়ার জেরে গৃহবধূর গলায় ফাঁস

ঢামেক প্রতিবেদক | প্রকাশিত: ০৭:৫৯ পিএম, ৩১ জানুয়ারি ২০২৩

রাজধানীর খিলগাঁওয়ের মেরাদিয়া কবরস্থান সড়ক এলাকায় স্বামীর সঙ্গে কলহের জেরে হেলেনা আক্তার (২৩) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়েছেন। সোমবার (৩০ জানুয়ারি) রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) সোনিয়া আক্তার বলেন, খবর পেয়ে মঙ্গলবার (৩১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত হেলেনার বোন বীণা আক্তার বলেন, আমার বোন জেদি প্রকৃতির ছিলেন। রাতে স্বামীর সঙ্গে ঝগড়া হয়। গভীর রাতে তার ঘরে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। পরে স্বামী ঘুম থেকে উঠে স্ত্রীকে ঝুলন্ত দেখতে পেয়ে থানায় খবর দেন।

তিনি আরও বলেন, মাদারীপুরের টেকেরহাট থানার ঘুমপুরে আমাদের বাড়ি। বাবার নাম মৃত হেলিম মিয়া। আমার বোন বর্তমানে মেরাদিয়া বড়বাড়ি কবরস্থান সড়কের একটি বাসায় স্বামীর সঙ্গে থাকতেন। তাদের এক ছেলে রয়েছে।

কাজী আল-আমিন/বিএ/এমএস