রাজবাড়ী-ফরিদপুরের সর্ম্পক যেন সুদৃঢ় থাকে
রাজবাড়ী-ফরিদপুরের পুরনো সর্ম্পক যেন সুদৃঢ় থাকে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। শনিবার সকালে রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনে শুভাগমন উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
এ সময় তিনি বারের সকল আইজীবীদের উদ্দেশ্যে বলেন, আপনাদের দাবিগুলো আইন মন্ত্রণালয়ে উপস্থাপন করে আমি মাননীয় আইন মন্ত্রীর অফিসে নিজেই যাবো এবং অর্থায়নের যা ব্যবস্থা করা দরকার করবো। 
জেলা বারের সভাপতি অ্যাড. আব্দুল মান্নান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি মো. জিল্লুল হাকিম এমপি, সাধারণ সম্পাদক কাজী কেরামত আলী এমপি, সানজিদা খানম এমপি, কামরুন নাহার চৌধুরী লাভলী এমপি, জেলা পরিষদ প্রশাসক আলহাজ আকবর আলী মজি, জেলা বারের সাধারণ সম্পাদক আব্দুল বাড়ী কুটিসহ বারের সদস্যবৃন্দ।
পড়ে জেলা শহরের ইয়াসিন উচ্চ বিদ্যালয়ের নব-নিমিত তিনতলা ভবনের উদ্বোধন করেন তিনি। উদ্বোধন শেষে রাজবাড়ী পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এদিকে, শনিবার বিকালে জেলা আওয়ামী লীগ আয়োজিত বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানে মন্ত্রীর সংবর্ধনা অনুষ্ঠানের কথা রয়েছে এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
রুবেলুর রহমান/এসএস/এমএস