ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৮:৩১ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০২৩

তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে অসংখ্য মানুষ হতাহতের ঘটনায় শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

সোমবার (৬ ফেব্রুয়ারি) এক শোকবার্তায় রাষ্ট্রপ্রধান নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

আরও পড়ুন>> তুরস্ক-সিরিয়ায় হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা

রাষ্ট্রপতি বলেন, তুরস্ক ও সিরিয়ার এই বিপদের সময় বাংলাদেশ সরকার ও জনগণ পাশে আছে। ভূমিকম্পে আহতদের দ্রুত সুস্থতাও কামনা করেন রাষ্ট্রপতি।

আরও পড়ুন>> ১২ ঘণ্টা না যেতেই তুরস্ক-সিরিয়ায় ফের শক্তিশালী ভূমিকম্প

সোমবার ভোররাতের দিকে তুরস্কের দক্ষিণাঞ্চল ও সিরিয়ার উত্তরাঞ্চলে সাত দশমিক আট মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে এখন পর্যন্ত প্রায় এক হাজার ৮০০ মানুষের প্রাণহানি হয়েছে বলে খবর পাওয়া গেছে। তাদের মধ্যে কেবল তুরস্কেই মারা গেছেন এক হাজার ১৪ জন। অন্যদিকে সিরিয়ায় মারা গেছেন ৭৮৩ জন।

ইএ/এমএস