ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ কয়েদির ঢামেকে মৃত্যু
ঢাকা কেন্দ্রীয় কারাগারের এক কয়েদির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) ভোরে মো. আবু সাঈদ (৪৫) নামে ওই কয়েদি কারাগারে অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে সকাল ৮টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তাকে ঢামেকে নিয়ে আসা কারারক্ষী জুয়েল তালুকদার জানান, ভোরের দিকে তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়েন। এসময় দ্রুত তাকে ঢামেকের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন>>বগুড়া জেলা কারাগারে কয়েদির মৃত্যু
আবু সাঈদ কোন মামলায় সাজা ভোগ করছিলেন তা জানাতে পারেননি ওই কারারক্ষী। তিনি জানান, আবু সাঈদের বাবার নাম মৃত হাফেজ মিয়া। এর বেশিকিছু জানাতে পারেননি তিনি।
আরও পড়ুন>>কাশিমপুর কারাগারে ২ কয়েদির মৃত্যু
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
কাজী আল-আমিন/ইএ/জিকেএস
সর্বশেষ - জাতীয়
- ১ নিষেধাজ্ঞা উপেক্ষা, পুরান ঢাকায় মধ্যরাতে আতশবাজি ও উচ্চশব্দে গান
- ২ ডিউটি শেষে বাসায় ফেরার পথে কাভার্ডভ্যানের চাপায় পুলিশ সদস্য নিহত
- ৩ ২০২৬: নতুন বছরের আলোয় হারানোর বেদনা ভুলে বড় হোক অর্জনের খাতা
- ৪ নিষেধাজ্ঞা অমান্য করে ঢাকা শহরজুড়ে আতশবাজি
- ৫ সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা