ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ঢাকায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনে অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০১:৫৮ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০২৩

রাজধানীর পুরান ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজিএম) আদালত ভবনের নিচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১টা ১৬ মিনিটে আগুন লাগার খবর পান বলে জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন।

jagonews24

তিনি বলেন, রাজধানীর পুরান ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের তিনতলা ভবনের নিচতলার মালখানায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে প্রথমে দুইটি ইউনিট পরে আরও তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুপুর ২টা ১২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন: শ্যামপুরে টেক্সটাইল মিলে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট 

jagonews24

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এ ঘটনায় কোনো হতাহত নেই বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

টিটি/জেএইচ/জিকেএস