ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ট্রাকচাপায় প্রাণ গেলো সাত বছরের শিশুর

ঢামেক প্রতিবেদক | প্রকাশিত: ০৫:২২ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৩

নরসিংদীর নারায়ণপুর বাসস্ট্যান্ড এলাকায় দ্রুতগামী একটি মিনি ট্রাক চাপা দেয় মো. হাসান সনি (৭) নামে এক মাদরাসা শিক্ষার্থীকে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে ঘটে এই দুর্ঘটনা। গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিকেল চারটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের চাচা রনি প্রধান জানান, আমার ভাতিজা মাদরাসা থেকে আমার ভাইয়ের দোকানে টিফিনের জন্য আসছিল। ওই রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি মিনি ট্রাক তাকে চাপা দেয়। এতে আমার ভাতিজা গুরুতর আহত হয়। পরে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: সড়ক দুর্ঘটনা ও যানজটে বছরে ক্ষতি ১ লাখ ৭৫ হাজার কোটি

তিনি আরও জানান, আমাদের গ্রামের বাড়ি নরসিংদী জেলার বেলাবো থানার কাঙ্গালিয়া গ্রামে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।

কাজী আল আমীন/এমএইচআর/জেআইএম