ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

পাকিস্তান সমর্থন ধর্ষকের জন্য ধর্ষিতার আনন্দধ্বনি : তসলিমা

প্রকাশিত: ১০:৫৩ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৬

ঢাকায় ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচে বাংলাদেশি দর্শকদের একাংশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন লেখক তসলিমা নাসরিন।

শনিবার সন্ধ্যায় এশিয়া কাপ টিটোয়েন্টি টুর্নামেন্টে যখন ভারত-পাকিস্তানের ম্যাচটি চলছিল তখন একটি টুইটে নির্বাসিত লেখিকা তসলিমা লিখেছেন, বাংলাদেশের পাকিস্তানকে সমর্থন একজন ধর্ষিতার ধর্ষককে সমর্থনের মতো।

তসলিমা নাসরিনের এ টুইট ঘিরে পক্ষে-বিপক্ষে বেশ বিতর্ক শুরু হয়। কেউ কেউ তসলিমার এ বক্তব্যে সমর্থন জানালেও অনেকেই বিষয়টিকে স্রেফ মনোযোগ আকর্ষণের ধান্ধা বলে উড়িয়ে দিয়েছেন।

এছাড়া একই বিষয় নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাসও দিয়েছেন তসলিমা নাসরিন। এতে তিনি লিখেছেন, ‘ভালো খেলার জন্য হাততালি দাও ঠিক আছে। আমি তো ভালো খেললে, সে যে দলই খেলুক, সাপোর্ট করি। বাংলাদেশের স্টেডিয়ামে এখন যে ভারত-পাকিস্তানের খেলায় পাকিস্তানের সমর্থনে বাংলাদেশি দর্শকরা আনন্দে চিৎকার করছে, কেন করছে? পাকিস্তান ভালো খেলছে বলে? নাকি ভালো খেলুক বা না খেলুক, দলটি পাকিস্তান বলে? দলটি পাকিস্তান বলে যারা সমর্থন করছে, আমার খুব জানতে ইচ্ছে, তারা কি একাত্তরের মিত্র-দেশকে না করে জেনে বুঝে শত্রু-দেশকে সমর্থন করছে?’

খেলার সঙ্গে রাজনীতি মেশানোর কোনও ইচ্ছে নেই উল্লেখ করে স্ট্যাটাসে আরো লেখা হয়, ‘কিন্তু দেশকে সমর্থন করতে গেলে প্রশ্ন ওঠে দেশটির সঙ্গে আমাদের সম্পর্ক ঠিক কী রকম। নতুন প্রজন্ম না হয় একাত্তরের যুদ্ধ দেখেনি, কিন্তু শুনেছে বা পড়েছে তো যুদ্ধ সম্পর্কে। এখনও তো অর্ধ শতাব্দিও পার হয়নি তিরিশ লক্ষ মানুষকে খুন করে গেছে ওরা, দু`লক্ষ মেয়েকে ধর্ষণ করে গেছে। জানি পাকিস্তানের সাধারণ মানুষ বা ক্রিকেটাররা খুন বা ধর্ষণ করেনি, করেছে পাকিস্তানি সেনার দল। কিন্তু সাধারণ মানুষ বা ক্রিকেটাররা কি একাত্তরে তাদের দেশের ভূমিকার জন্য লজ্জিত, দুঃখিত, ক্ষমাপ্রার্থী? মনে হয় না। আমার খুব জানতে ইচ্ছে করে,পাকিস্তানকে সমর্থন করতে গেলে, `পাকিস্তান জিন্দাবাদ` বলতে গেলে, বা পাকিস্তানের পতাকা ওড়াতে গেলে বাংলাদেশের মানুষদের একটুও কি বুক কাঁপে না, কণ্ঠ কাঁপে না, হাত কাঁপে না?’

স্ট্যাটাসের একেবারে শেষ অংশে লেখা হয়েছে, ‘আনন্দ ধ্বনি শুনে আমার মনে হচ্ছিল এক ধর্ষিতা নারী আনন্দ ধ্বনি করছে তার ধর্ষকের সমর্থনে।’

এনএফ/আরআইপি

আরও পড়ুন