ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

পদক জয়ী ৪ পুলিশকে ডিএমপির পুরস্কার

প্রকাশিত: ১২:২৪ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৬

সাউথ এশিয়ান (এসএ) গেমসের রেসলার ১২ তম  আসরের ডিসিপ্লিনে তাম্র পদক বিজয়ী ৪ পুলিশ সদস্যকে পুরস্কৃত করেছে ঢাকা মহাসগর পুলিশ।
 
রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদর দফতরে আয়োজিত অনুষ্ঠানে তাদের হতে এ পুরস্কার তুলে দেন ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।
 
পুরস্কার প্রাপ্তরা হলেন উপ-পরিদর্শক (এএসআই) নাসিমা আক্তার, কনস্টেবল তানজিনা মাসুদ, কনস্টেবল জান্নাতুন নাহার ও কনস্টেবল মো. কামাল হোসেন।
 
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ৫৩ কেজি ওজনে তাম্র পদক লাভ করেন এএসআই নাসিমা আক্তার ও ৫৮ কেজি ওজনে তাম্র পদক লাভ করেন কনস্টেবল তানজিনা মাসুদ।
 
এছাড়াও বাংলাদেশ পুলিশের কনস্টেবল উম্মে জান্নাতুন নাহার মহিলা বক্সিং কোচ ও রেফারি হিসেবে এবং কনস্টেবল মো. কামাল হোসেন রেসলিং কোচ হিসেবে দায়িত্ব পালনে কৃতিত্ত্ব প্রদর্শন করেছেন।
 
উল্লেখ্য, গত ৫-৯ ফেব্রুয়ারি ভারতের গুয়াহাটি ও শিলংয়ে সাউথ এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়।

জেইউ/এএইচ/পিআর