কড়াইল বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
ফাইল ছবি
রাজধানীর কড়াইল বস্তিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) দিনগত রাত ১১টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে জাগো নিউজকে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক।
তিনি বলেন, রাজধানীর কড়াইল বস্তিতে রাত ১১টায় আগুন লাগে। খবর পেয়ে ১২ মিনিটের মধ্যে তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও দুটি ইউনিট সেখানে যুক্ত হয়।
শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
টিটি/এমকেআর