ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০২:৪১ এএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৩

রাজধানীর বনানীর কড়াইল বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ওই বস্তিতে পৌঁছে বৃহস্পতিবার দিনগত রাত ১১টা ৩৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

এর আগে রাত ১১টার দিকে এ আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ডিউটি অফিসার রাফি আল ফারুক জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

>> কড়াইল বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

তিনি বলেন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করে আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণ আনে। তবে এখনো নির্বাপন ঘোষণা করেনি। সেখানে ডাম্পিংয়ের কাজ চলছে।

আগুনে কেউ হতাহত হয়নি। আগুনের সূত্রপাত তদন্ত সাপেক্ষে জানা যাবে বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

টিটি/এমকেআর