ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

খাবারের সন্ধানে বাসায় ঢুকে আটকা পড়লো বিপন্ন প্রাণী ‘গন্ধগোকুল’

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম | প্রকাশিত: ০১:৫৬ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৩

চট্টগ্রামের বোয়ালখালীতে একটি আবাসিক ভবনের তিনতলায় খাবারের খোঁজে এসে আটকা পড়েছে বিপন্ন বন্যপ্রাণী গন্ধগোকুল। শনিবার (১৮ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে পৌর সদরের মীরপাড়ার নিগার সীমা তুলির বাসায় আটকা পড়ে প্রাণীটি। তবে রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বনবিভাগের কেউ গন্ধগোকুলটি উদ্ধারে আসেননি।

নিগার সীমা তুলি বলেন, ‘এ প্রাণীটি গত এক সপ্তাহ ধরে ভবনের কার্নিশ বেয়ে বাসায় ঢুকে খাবার চুরি করতো। চুরির বিষয়টি টের পেলেও তাকে খাবার দিতাম। খাবার বলতে বিস্কুট, মুরগীর মাংস এসব খায় ও। শনিবার রাত ৯টার দিকে বাসায় ঢুকে আর বের হতে পারেনি প্রাণীটি। এরপর বন বিভাগের লোকজনকে জানিয়েছি। তারা এসে নিয়ে যাবেন বলেছেন।’

তিনি বলেন, ‘প্রাণীটি থেকে এক ধরনের গন্ধ নিঃসরণ হচ্ছে। ওর নিরাপত্তার কথা ভেবে লোকালয়ে বের করে দেইনি। বন বিভাগের লোকের হাতেই গন্ধগোকুলকে তুলে দেবো।’

আরও পড়ুন: মহাবিপন্ন চশমাপরা হনুমান

বনবিভাগের কর্মচারী আজম খান বলেন, ‘শনিবার একটি বাসায় খাবারে সন্ধানে ঢুকে গন্ধগোকুলটি আটকা পড়েছে। তাকে উদ্ধার করে বনে উন্মুক্ত করে দেওয়া হবে।’

গন্ধগোকুলের ইংরেজি নাম ‘Asian palm civet’। এর বৈজ্ঞানিক নাম ‘Paradoxurus hermaphroditus’। এরা এশীয় তালখাটাশ, ভোন্দর, লেনজা, সাইরেল বা গাছখাটাশ নামে পরিচিত। লোকালয়ে আসা প্রাণীদের মধ্যে গন্ধগোকুল অন্যতম। রাতে খাবারের সন্ধানে বের হয় এরা। মূলত তখনি নজরে পড়ে মানুষের।

আরও পড়ুন: ফেনীতে উদ্ধার হলো বিপন্ন প্রজাতির হিমালয়ী গ্রিফন শকুন

গন্ধগোকুল বর্তমানে অরক্ষিত প্রাণী হিসেবে বিবেচিত। পুরোনো গাছ, বন-জঙ্গল কমে যাওয়ায় দিন দিন এদের সংখ্যা কমে যাচ্ছে। আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) বিবেচনায় পৃথিবীর বিপন্ন প্রাণীর তালিকায় উঠে এসেছে এ প্রাণীটি।

বাংলাদেশের ২০১২ সালের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের তফসিল-১ অনুযায়ী গন্ধগোকুল সংরক্ষিত একটি প্রজাতি।

ইকবাল হোসেন/এএএইচ