ফেনীতে উদ্ধার হলো বিপন্ন প্রজাতির হিমালয়ী গ্রিফন শকুন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৭:০৭ পিএম, ১৫ জানুয়ারি ২০২৩

ফেনীর সোনাগাজীতে বিপন্ন প্রজাতির একটি ‘হিমালয়ী গ্রিফন’ শকুন উদ্ধার করেছে বন বিভাগ ও প্রাণী বিষয়ক সংগঠন ফেনী ওয়াইল্ড লাইফ রেস্কিউ টিম।

ফেনী ওয়াইল্ড লাইফ রেস্কিউ টিম জানায়, টিমের কাছে খবর আসে সোনাগাজী চর খোন্দকার ইঞ্জিনিয়ার পাড়ায় একটি ‘হিমালয়ী গ্রিফন’ শকুন আহত অবস্থায় স্থানীয়রা আটক করেছে।

রোববার (১৫ জানুয়ারি) বিকালে ফেনী ওয়াইল্ড লাইফ রেস্কিউ টিমের ডিরেক্টর অ্যান্ড রেস্কিউয়ার সাইমুন ফারাবি তাৎক্ষণিক বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের ইন্সপেক্টর আবদুল্লাহ আল সাদিকে বিষয়টি জানিয়ে ফেনী বন বিভাগের ফরেস্টার বাবুল চন্দ্র ভৌমিকের সঙ্গে আলোচনা করেন। পরে সোনাগাজী উপজেলা বন বিভাগের কর্মকর্তাদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে হিমালয়ী গ্রিফন শকুনটি উদ্ধার করেন।

প্রাথমিক চিকিৎসার জন্য শকুনটি ফেনী ওয়াইল্ড লাইফ রেস্কিউ টিমের তত্ত্বাবধানে হস্তান্তর করেন ফেনীর সামাজিক বন বিভাগ।

ফেনী ওয়াইল্ড লাইফ রেস্কিউ টিমের ডিরেক্টর অ্যান্ড রেস্কিউয়ার সাইমুন ফারাবি জানান, পরবর্তী সুস্থ হওয়ার পর বন্যাপ্রাণী অপরাধ দমন ইউনিটের নির্দেশনায় প্রাকৃতিক পরিবেশ অথবা বঙ্গবন্ধু সাফারি পার্কে হস্তান্তর করা হবে।

আবদুল্লাহ আল-মামুন/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।