ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

৭ খুন মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণ বৃহস্পতিবার

প্রকাশিত: ০৭:৩২ এএম, ২৯ ফেব্রুয়ারি ২০১৬

নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের তারিখ বৃহস্পতিবার (৩ মার্চ) ধার্য করা হয়েছে। সোমবার বেলা পৌনে ১১টা থেকে দুপুর সোয়া ১টা পর্যন্ত নারায়ণগঞ্জ সিনিয়র জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে চলে এ মামলার সাক্ষ্যগ্রহণ।

এর আগে সাংবাদিকদের বের করে দিয়ে নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন মামলার প্রথম সাক্ষ্যগ্রহণ শুরু হয়। সাক্ষী শুনানিতে আদালতের এজলাসে আইনজীবীদের সঙ্গে বসা সাংবাদিকদের বের করে দেন নূর হোসেনের আইনজীবী খোকন সাহা ও আদালতের পিপি ওয়াজেদ আলী খোকন।

নূর হোসেন, তারেক সাঈদসহ ২৩ জন আসামির উপস্থিতিতে এ সাক্ষ্যগ্রহণ চলে। এর আগে গত ২৫ ফেব্রুয়ারি লে. কর্নেল তারেক সাঈদ অসুস্থতার অজুহাতে আদালতে হাজির না হওয়ায় সাক্ষ্যগ্রহণ হয়নি।

এদিকে সকালে কঠোর নিরাপত্তার মধ্যে ৭ খুনের আসামিদের আদালতে হাজির করা হয়।

শাহাদাত হোসেন/এসএস/আরআইপি

আরও পড়ুন