বিডিআর বিদ্রোহ মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু
পিলখানায় তৎকালীন বিডিআরের কয়েকজন সদস্য, যারা রক্তাক্ত ওই বিদ্রোহে অংশ নেন/ফাইল ছবি
বিডিআর বিদ্রোহ মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে। তার নাম আব্দুল বাতেন (৭০)। তিনি কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছিলেন।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে রাত দেড়টার দিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
আব্দুল বাতেনকে হাসপাতালে নিয়ে যান কারারক্ষী আলী হোসেন। তিনি জানান, আব্দুল বাতেন বিডিআর বিদ্রোহ মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি।
আরও পড়ুন: পিলখানা ট্র্যাজেডির ১৪ বছর: চূড়ান্ত নিষ্পত্তি হয়নি কোনো মামলার
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আমরা জানতে পেরেছি যে, আব্দুল বাতেন এর আগে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ছিলেন। পরে সেখান থেকে তাকে চিকিৎসার জন্য কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়। সেখানে রাতে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: সাজা শেষ হলেও বিস্ফোরক মামলায় ঝুলে আছে অনেকের মুক্তি
আব্দুল বাতেনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তার বাবার নাম ইদ্রিস মিয়া।
২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি বিডিআর (বর্তমান বিজিবি) সদরদপ্তর পিলখানায় এক নারকীয় হত্যাযজ্ঞ চলে। এতে তৎকালীন মহাপরিচালকসহ বিভিন্ন পর্যায়ের ৫৭ সেনা কর্মকর্তা ও ১৭ জন বেসামরিক নাগরিককে হত্যা করা হয়।
আরও পড়ুন: ফাঁসির ইতিহাসে সাত খুন দ্বিতীয়, শীর্ষে বিডিআর বিদ্রোহ
কাজী আল আমিন/জেডএইচ/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ সন্ত্রাসীদের দৌড়ের ওপর রাখবেন, নইলে ওরা আপনাদের দৌড়ের ওপর রাখবে
- ২ আসিয়ান ডায়ালগ পার্টনার হতে কম্বোডিয়ার সমর্থন পেলো বাংলাদেশ
- ৩ চরাঞ্চলে জলবায়ু-সহিষ্ণু উন্নয়নকে যথাযথ অগ্রাধিকার দেওয়ার আহ্বান
- ৪ তিন গুণী ব্যক্তিকে সম্মাননা দিলো বণিক বার্তা-বিআইডিএস
- ৫ ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক বিষয়ে কাজ চলছে